জবস টেলিভিশনের পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা-- মাসুম চৌধুরী
জবস টেলিভিশন লিমিটেড এর প্রতিনিধি, বিজ্ঞাপনদাতা ও দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানিয়েছেন জবস টেলিভিশন এর চেয়ারম্যান মোঃ মাসুম চৌধুরী। তিনি বলেন, ত্যাগে মহিমান্বিত প্রতিবছর ঈদ-উল-ফিতরে আমাদের মাঝে ফিরে আসে। হিংসা-বিদ্বেষ-লোভ ক্রোধকে পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা প্রধান শিক্ষা। মহান ত্যাগের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান তিনি আরো বলেন,ঈদ আনন্দ,ঈদ খুশির ও উৎসবের দিন। ঈদ আমাদের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ ও খুশির বার্তা। ঈদের গুরুত্ব আমাদের কাছে যেমন ধর্মীয় তেমনি সামাজিক। বছরান্তে বারবার আমাদের কাছে আনন্দের উৎসব হিসাবে ঈদ আসে।
মোঃমাসুম চৌধুরী বলেন,দীর্ঘ এক বছর পর ত্যাগের অনুপ্রেরণা ও খুশির বার্তা দিয়ে পবিত্র ঈদ বলে পরিচিত ঈদ-উল-ফিতরে এসেছে। এই ঈদ উৎসব ত্যাগের মহিমাকে স্মরণের মাধ্যমে মহান আদর্শে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা নিয়ে আসে। অসামন্য ত্যাগের মহিমাপূর্ণ এই ঈদ বিশ্ব মুসলিমের মধ্যে অনাবিল আনন্দ নিয়ে আসে। মহান আল্লাহ্ পাকের নিদের্শের প্রতি আনুগত্য প্রকাশ ও তার সন্তুষ্টি অর্জনই ঈদ-উল-ফিতর’র লক্ষ্য। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের অনন্য সাধারণ এক ঘটনা শতাব্দীর পর শতাব্দী ধরে উদযাপিত হয়ে আসছে ঈদ-উল-ফিতর। তিনি আর বলেন,আজকের এই খুশির দিনে আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি। কোভিড ১৯ দূর্যোগকালীন সময়ে আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। এ সময় তিনি দেশ বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন