কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চাকুসহ এক ছিনতাইকারী গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাই এর চেষ্টাকালে রনি(১৫)নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় ছিনতাই এর চেষ্টাকালে দড়িকান্দী ব্রীজ এর কাছ থেকে আটক করা হয়।
এসআই দিলিপ জানান,কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির স্যার এর নির্দেশে আমি ও সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার দড়িকান্দি ব্রীজের কাছে ছিনতাইকালে -রনি(১৫) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করি,এসময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করি।
ছিনতাইকারী রনি সিলেট জেলার চৈতী সুরমা থানার রহিকান্দি গ্রামের আব্দুর জব্বার এর ছেলে।সে বর্তমানে সিদ্বিরগজ্ঞ থানার তারাবাদ এলাকার বাড়াটিয়া।
এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন,ছিনতাইকারীর ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে,পরবর্তীতে সোনারগাঁ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন