পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী অর্থ বিতরণ
আজকের সংবাদ ডেক্সঃ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অসহায় ও দুস্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া নগদ ৪৫০ টাকা অর্থ বরাদ্দের পাশাপাশি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর ব্যক্তিগত তহবিল থেকে আরোও ৫০ টাকাসহ মোট ৫শ টাকা করে ১০৬০ জন পরিবারকে বিতরণ করেছেন।
বুধবার( ৫ই মে)সকালে মোগরাপাড়া ইউনিয়ন সংলগ্ন স্কুল মাঠে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় অসহায় ও দুস্থরা প্রধানমন্ত্রীর দেয়া নগদ ৪৫০ টাকার পাশাপাশি আরিফ মাসুদ বাবুর ব্যক্তিগত তহবিল থেকে অতিরিক্ত টাকা পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও চেয়ারম্যানে বাবুর জন্য দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মেম্বার,তাহের মেম্বার,সংরক্ষিত মহিলা আসনের মেম্বার সাবিনা আক্তার,নুরে আলম প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন