মাহফুজুর রহমান কালামের মায়ের দাফন সম্পন্ন
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের মা মেহের আফসানা বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩টায় নিজ বাড়িতে ৯০ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও ৫ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাহার জানাজার নামাজ মোগরাপাড়ার হাইস্কুল মাঠে রাত নয়টায় অনুষ্ঠিত হয়।জানাজার নামাজ শেষে সাহেব বাড়ীর কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।এসময় জানাজায় হাজারো মানুষের সমাগম ঘটে।
এসময় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তার মৃত্যুতে আওয়ামীলীগ,জাতীয় পার্টি বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জানাজায় উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন