ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই,আদালতে বাবুর দোষ স্বীকার
আজকের সংবাদ ডেক্সঃ ডিবি পুলিশের পরিচয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের অন্যতম ছিনতাইকারী মোঃ সজিব ভূইয়া ওরফে বাবু(২৭) সিদ্ধিরগঞ্জ থানায় ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বাবু সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ক্যানালপাড় এলাকার ভাড়াটিয়া মোঃ দুলাল ভূইয়ার ছেলে। বাবুর বিরুদ্ধে ছিনতাই,ডাকাতি,মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিং ও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার(২১মে) বিকেলে বিজ্ঞ আদালতে ঘটনার বিবরণ দিয়ে আদালতে দায় স্বীকার করে ছিনতাইকারী বাবু।
নারায়ণগঞ্জের জ্যৈষ্ঠ বিচারক হাকিম আহামেদ হুমায়ুন কবিরের আদালত ছিনতাইকারী বাবুর জবানবন্দি রের্কড করেন।
কোট পুলিশের সহকারী উপ পরিদর্শক এসআই মোঃ রোকনুজ্জামান বলেন,সিদ্ধিরগঞ্জ থানার শামসুল হক নামের এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় তিন দিনের রিমান্ড শেষে বাবু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।এর আগে একই মামলার আসামী রোমান নারায়ণগঞ্জের জ্যৈষ্ঠ বিচারিক হাকিম কাউসার আলমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলে।
প্রসঙ্গত গত ২রা মে রাত এগোরোটায় ছিনতাইকারী সজিব ভূইয়া ওরফে বাবুর নেতৃত্বে একদল ছিনতাইকারী নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার সামসুল নামের এক লোকের কাছ থেকে গোদনাইল দুইনাম্বার ঢাকেশ্বরী বাস ষ্টান্ড এলাকা থেকে তল্লাশীর কথা বলে ছিনতাই মটরসাইকেল ও মোবাইল করে।ওই রাতেই সামসুল সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন