সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধর মৃত্যু,পরিচয় খুঁজছে হাইওয়ে পুলিশ
আজকের সংবাদ ডেক্সঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরন করেছেন।তার পরিচয় সনাক্তে সকলের সহযোগীতা কামনা করছেন কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির।
শনিবার (১৫মে) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দরিকান্দি বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দরিকান্দি বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধর পরিচয় সনাক্তে সকলের সহযোগীতা কামনা করছেন তিনি।
এসময় ওসি মনিরুজ্জামান বলেন লাশটির পরিচয় যদি কেহ পেয়ে থাকেন তাহলে কাঁচপুর হাইওয়ে থানায় যোগাযোগ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন