চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ৩০বোতল ফেন্সিডিল ও ২৩০ গ্রাম গাজাঁসহ চিহিৃত মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ফেন্সি সোহেল (৩০) কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
বুধবার (৫ মে) দিবাগত রাত পোঁনে এগারটায় সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল দড়িসোনাকান্দা এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে দড়িসোনাকান্দা এলাকায় গত ৫মে বুধবার দিবাগত রাত পোণে এগারটার দিকে নাসিক ২০নং ওয়ার্ডস্থ সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় বন্দর থানার এসআই আবুল খায়ের ও এসআই সিরাজ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে চিহিৃত মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ফেন্সি সোহেলকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ তার দেহ তল্লাশীকরে ৩০বোতল ফেন্সিডিল ও ২’শ ৩০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই আবুল খায়ের গনমাধ্যমকে জানায়,দড়িসোনাকান্দা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সোহেল দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। তার নামে বন্দর থানায় ও দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেলকে বন্দর থানা হাজতে আটক রাখা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন