মামুনুলকান্ড, সহিংসতা মামলায় মোশাররফ মেম্বারের চাচা খোরশেদ গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগোঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপি সদস্য মোশাররফ হোসেন মেম্বারের চাচা মোঃ খোরশেদ আলম (৫৭) কে সোনারগাঁ রিসোর্ট ভাংচুর ও মহাসড়কে সহিংসতার মামলায় গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৩মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নিউটাউন এলাকা থেকে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
সূত্র জানায়,হেফাজতের সহিংসতা মামলার আসামী মোশাররফ মেম্বারের ছোট ভাই হাফেজ মোঃ তাজুল ইসলাম ও ভবনাথপুর জামে মসজিদের ইমাম মোঃ ইলিয়াসকে ও খুঁজে বেড়াচ্ছে পুলিশ। ইতিমধ্যে মোশাররফ মেম্বারের বড় ভাই মাসুদ একই মামলায় গ্রেফতার হয়ে জেল-হাজতে আছে বলা জানা যায়।
এব্যপারে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এডিশনাল এসপি জাহেদ পারভেজ চৌধুরী বলেন,রোববার সকালে খোরশেদ আলম নামে একজনকে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে,তিনি হেফাজতের সহিংসতা মামলার আসামী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন