সাবেক সাংসদ কায়সার হাসনাতের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আঃলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার(১০ মে) বেলা ১২টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আওয়ামীলীগের কার্যালয়ে থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুস্থ ও গরিব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল,সেমাই,চিনি,চাল,ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।এসময় ১হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আঃলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাহফুজুর কালাম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন