মামুনুল কান্ডে,ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৭ মে, ২০২১

মামুনুল কান্ডে,ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার


মামুনুল কান্ডে,ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক কথিত দ্বিতীয় স্ত্রীসহ ঘেরাও হওয়ার পর ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামী সাগর মিয়া নামের এক হেফাজতে ইসলামের সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। 


শুক্রবার(৭ই মে) ভোরে উপজেলার চরগোয়ালদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত সাগর মিয়া উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের আব্দুল বাতেনের ছেলে।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন,পুলিশের একাধিক টিম সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী সাগর মিয়াকে চরগোয়ালদী গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।


গত ৩রা এপ্রিল হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক কথিত দ্বিতীয় স্ত্রীসহ সোনারগাঁ রয়েল রিসোর্টে ঘেরাও হওয়ার পর বিক্ষুব্ধ হেফাজতকর্মীরা রয়েল রিসোর্ট ভাঙচুর, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও পৌরসভা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীন আলমের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করার ঘটনায় সোনারগাঁ থানায় পুলিশ বাদী হয়ে দুটি এবং ক্ষতিগ্রস্থ যুবলীগ, ছাত্রলীগ নেতা, স্থানীয় এক সাংবাদিক বাদী হয়ে সাতটি মামলা দায়ের করেন। 

এ পর্যন্ত সাত মামলায় পুলিশ ৮০ জনের অধিক হেফাজত ইসলামের কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭