সোনারগাঁ পৌরসভায় ৭২ ঘন্টার মধ্যে বৈধ গ্যাস সংযোগ দেয়ার আল্টিমেটাম
আজকের সংবাদ ডেক্সঃ- ৭২ ঘন্টার মধ্যে বৈধ গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে আল্টিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভার একাংশের জনগণ।
বৃহস্পতিবার(১০জুন) সকালে সোনারগাঁ উপজেলা চত্তরে সামনে মানবনন্ধন কর্মসূচীতে এ আল্টেমেটাম দেওয়া হয়।
সোনারগাঁ পৌরবাসী’র ব্যানারে মানববন্ধন কর্মসূচীতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। এর আগে বৈধ গ্যাস সংযোগ দেওয়ার দাবীতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলামের মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
সকাল ১১ টা হতে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় মোগরাপাড়া চৌরাস্তা থেকে বারদী সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন,সোনারগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মধু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য গাজী মজিবুর রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বী,নাসরিন সুলতানা ঝরা,মুক্তিযোদ্ধা ওসমান গণি,সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদ মিয়া ও যুবলীগ নেতা ইসমাঈল আল মামুন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, আমরা বৈধ গ্যাস সংযোগ গ্রাহক। তিতাস কর্তৃপক্ষ বিনা নোটিশে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে বৈধ গ্যাস লাইন সংযোগ বন্ধ করে দেয়। এতে করে সোনারগাঁ পৌর এলাকার একাংশের প্রায় ৮ হাজার পরিবারের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে ওই পরিবারগুলো অনেক কষ্টে জীবন যাপন করছে। কেউ মাটির চুলা, কেউ ইট দিয়ে অস্থায়ী চুলা, আবার কেউ গ্যাস সিলেন্ডার ক্রয় করে তাদের রান্নাবান্না করছে।আগামী ৭২ ঘন্টার মধ্যে বৈধ গ্যাস সংযোগ না দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও তিতাস জোনাল অফিস ঘেরাও করার ঘোষনা দেওয়া হয়। এছাড়াও অবৈধ সংযোগ গুলো প্রক্রিয়ার মাধ্যমে বৈধ করে নেওয়ার দাবী জানানো হয়।
উল্লেখ্য, গত ৫ জুন দুপুর থেকে দৈলেরবাগ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাপ্লাই ইউনিট থেকে কোন নোটিশ ছাড়াই সোনারগাঁ পৌরসভার একাংশের অবৈধ গ্যাসের সংযোগের পাশাপাশি বৈধ গ্যাস সংযোগে গ্যাস সাপ্লাই বন্ধ করে দেয়। ফলে পৌর এলাকার ৮ হাজার পরিবার ভোগান্তিতে পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন