মাথার খুলি বিহীন অদ্ভুত এক বিরল শিশুর জন্ম
আজকের সংবাদ ডেক্সঃ মাথার খুলি পরিপূর্ণ ছাড়া অদ্ভুত এক সন্তান প্রসব করেছেন এক প্রসুতি। সন্তানটি মানুষের মতো হলেও তার মাথার খুলি পরিপূর্ণ হয়নি। এছাড়া মুখমন্ডল অনেকটা বিকৃতি ধরনের। এ ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে।
গতকাল বুধবার দুপুর ২টার দিকে সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ইসরাত জাহান হাওয়া (২০) নামে গর্ভবতী নারীর এ বিরল ছেলে শিশুটির জন্ম হয়।
ডেলিভারীর পূর্বে ওই নারীর আল্ট্রাসনোগ্রাম করা হলে বাচ্চার মাথার খুলি নেই ও অঙ্গহানি ধরা পরে। এমনকি বাচ্চার মৃত্যুও হওয়া সম্ভাবনা বেশি বলে চিকিৎকরা জানান ।
পরে পরিবারের সম্মতিক্রমে দ্রুত সিজার করে শিশুটিকে প্রসব করানো হয়। অপূর্ণ বিকৃতি খুলি বিহীন শিশু জম্ম হওয়ার পর চিন্তিত হয়ে পড়েন সেই নারীর পরিবারটি। নতুন মা হওয়া ইসরাত জাহান হাওয়া চাঁদপুর জেলার বাসিন্দা হলেও তিনি সোনারগাঁয়ে ভাড়া বাসায় থাকেন। তবে, শিশুটির জন্মের পর বিকেলেই তারা চলে যান।
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অপারেশন পরবর্তীতে রোগীর অবস্থা বর্তমানে ভালো আছে। সন্তানকে আমরা রোগীর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।চিকিৎসকের বরাত দিয়ে তারা আরও জানান, রোগীর অবস্থা ভালো হলেও শিশুটির বাঁচা-মরা একমাত্র আল্লাহর উপর। এ ধরনের ঘটনা সোনারগাঁয়ে এটাই প্রথম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন