অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে চাদাঁবাজী, গ্রেফতার-১
আজকের সংবাদ ডেক্সঃ-অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে চাদাঁবাজী কালে নরসিংদীর মাধবদী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার(২ জুন)মাধবদী বাসষ্ট্যান্ড এলাকা থেকে অরুণ রতন নাথ নামে এই ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি কালাে রঙের ওয়াকিটকি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার অরুণ রতন নাথ চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই থানার জনারদন পুর গ্রামের সুব্রত নাথের পুত্র।
মাধবদী থানার এস আই আব্দুল হক সিকদার জানায়,নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে একটি কাভার্ডভ্যান চালকের কাছ থেকে থেকে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে অরুণ রতন নাথ,এসময় চালক দিতে না পারায় চালকের ওপর ক্ষিপ্ত হয়ে যায়,তার ব্যবহার সন্দেহ হলে আশেপাশে উপস্থিত লােকজন মাধবদী থানা পুলিশকে বিষয়টি জানালে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করলে সে র্যাব হেডকোয়ার্টারের আবার কখনাে নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিল বলে দাবি করেন।
পরে খবর নিয়ে জানা যায় এ নামে নারায়ণগঞ্জ জেলায় কোন পুলিশ কর্মকর্তা চাকুরিরত ছিলােনা।সে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করায় তাকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতার করে থানায় নিয়ে আসা হলে কতিত পুলিশ সুপার তার অপরাধ স্বীকার করে বলে জনান।
এ বিষয়ে কথিত পুলিশ সুপার এর বিরুদ্ধে মাধুবদী থানায় মামলার দায়ের করা হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন