সরকারী নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযান
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় রেস্টুরেন্ট ও ১৩দোকানদারকে ৯ হাজার ২ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার(২৮জুন)সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
এসময় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন,করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সোনারগাঁ উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে চলছে। তারই প্রেক্ষাপটে উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা,চৈতী গার্মেন্টস,পানাম সিটি,সোনারগাঁ পৌরসভা,উপজেলা পরিষদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
স্বাস্থ্য বিধি অমান্য করে হোটেল,শপিংমল,সিএনজি, অন্যান্য দোকানদারসহ ১৪জনকে ৯ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। সচেতনতামুলক অভিযান পরিচালনা ও নির্দেশনা অমান্যে দন্ড প্রদান অব্যাহত থাকবে বলে জানান।সেই সাথে সরকারের দেয়া স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন