সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ডাকাত বাবুল গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ডাকাত বাবুল হোসেন ওরফে সেন্টু গ্রেফতার ।
বুধবার(২৩জুন)উপজেলার দড়িকান্দি এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সেন্টু উপজেলার লালপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
সেন্টু ডাকাতকে গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল টি আগুন পুড়িয়ে দেয় ।
সোনারগাঁ থানার এসআই আরিফ বলেন,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান স্যার এর নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সেন্টুকে হাতেনাতে গ্রেফতার করা হয়, তিনি আরও বলেন, মহাসড়কে চলাচলকারী বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে দড়িকান্দি এলাকাসহ বিভিন্ন এলাকায় সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে যাত্রীদের টাকা পয়সা ও মালামাল লুটে নেয়। তার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে চুরি,ডাকাতি,ছিনতাই,মাদক ব্যবসাসহ ১৫টি মামলা রয়েছে।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন,ডাকাত বাবুল হোসেন(সেন্টু)কে ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন