আড়াইহাজার থানা পুলিশের অভিযানে এক ডাকাত গ্রেপ্তার
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ--নারায়ণগঞ্জের আড়াইহাজারে আয়নাল হোসেন (৩০) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে স্থানীয় হাইজাদী ইউনিয়নের প্রভাকরদী এলাকার মহিজউদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সৎভান্দি এলাকায় ব্যবসায়ী বেনজীর আহমেদের বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় করা মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এনিয়ে এ ঘটনায় সন্দেহভাজন ডাকাত দুই সদস্যকে গ্রেপ্তার করা হলো। এর আগে একই মামলায় স্থানীয় নোয়াদ্দা এলাকার ইব্রাহিমের ছেলে ইকবালকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানায় ওসি’র দায়িত্বে থাকা ওসি তদন্ত আনিচুর রহমান মোল্লা বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো কারা তার সঙ্গে ডাকাতির জড়িত রয়েছে। তাদেরও খোঁজে বের করার চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন