২০২১-২০২২ অর্থ বছরের সোনারগাঁ পৌরসভায় ৬১কোটি টাকার বাজেট ঘোষনা
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার(৩০শে জুন)সোনারগাঁ পৌরসভা কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট আলোচনা সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট পেশ করেন সোনারগাঁ পৌরসভার মেয়র ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান ভূঁইয়া।
সভায় ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৪লাখ ২২ হাজার টাকা। বাজেটে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৬ কোটি ৮৮ লাখ টাকা। এসময় মেয়রের পক্ষে বাজেট পাঠ করেন পৌরসভার সচিব মোঃ শামসুল আলম।
বাজেটে আয়ের বড় অংশের যোগান আসবে সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে। রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। তবে এ বছর পৌর কর বাড়ানো হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন