হেরোইনসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-নারায়ণগঞ্জের ফতুল্লায় হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুন) সকালে ফতুল্লার চানমারী মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন মজিবরের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার চানমারী বস্তির মো. শফিউদ্দিনের পুত্র সেলিম উদ্দিন (৪৫) ও একই বস্তি এলাকার মৃত আয়নাল হকের পুত্র মো. সুলতান মিয়া (৪০)। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১৮৫ পুরিয়া (১৮ গ্রাম) হেরোইন উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চানমারীস্থ মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন মজিবরের দোকানের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সেলিম ও সুলতান মিয়াকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১৮৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা চানমারী বস্তির আইজ্জার স্ত্রী ইতি ওরফে বুচির নিকট থেকে হেরোইন ক্রয় করে তারা তা খুচরা বাজারে বিক্রি করে। উদ্ধারকৃত হেরোইনের মালিকও ইতি ওরফে বুচি। হেরোইন উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত সেলিম ও সুলতান সহ ইতি ওরফে বুচিকে পলাতক আসামী করে ফতুল্লা থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন