নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(১১জুন) দুপুরে সুমিলপাড়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি ( তদন্ত) সাইফুল ইসলাম জানান, স্থানীয়রা দুপুরে লাশটি ডোবাতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতের পরনে ছিল কালো রঙের জিন্স প্যান্ট ও একটি নীল টি-শার্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন