ইঞ্জিনিয়ার মাসুমের নিজেস্ব অর্থায়নে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজ অর্থায়নে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২ জুন)বিকেলে পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভাটিবন্দর এলাকার খাসেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বৃষ্টির পানি জমে থাকায় ড্রেন নির্মাণ কাজ করা হয়।
উল্লেখ্য গত কয়েক দিনের বৃষ্টির পানি জমে এলাকাবাসী দুর্ভোগের সৃষ্টি হওয়ার ফলে তাৎক্ষণিক শুনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজ অর্থায়নে ড্রেন নির্মাণ কাজের কথা বলেন,তারই প্রেক্ষিতে আজ এ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নেকবর হোসেন নাহিদ,মাসুম বিল্লাহ,আরিফুর রহমান, পিরোজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোশারফ হোসেন, বেসরকারি সংস্থা (এনজিও) জীবন সন্ধানীর চেয়ারম্যান জাহানারা বেগম, সমাজসেবক আসাদ মিয়া, মোশারফ হোসেন ও আব্দুল করিমসহ এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন