ভ্রাম্যমান আদালতের অভিযানে বন্দরে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ধামগড় ইউনিয়নের ৪ টি গ্রামের প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে।
সোমবার(১৪জুন)দিনব্যাপী এ অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভুমি)আসমা সুলতানার নেতৃত্বে এ সময় ২৫মিটার অবৈধ পাইপ লাইন তুলে ফেলা হয়।অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলীসহ বন্দর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
বন্দর উপজেলা সহকারি কমিশনার(ভুমি)আসমা সুলতানা জানান,বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪ টি গ্রামের বাসিন্দারা অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রান্নাবান্নার কাজে গ্যাস ব্যবহার করছিল। সোমবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চাপাতুলি,নয়ামাটি,বাংটি ও গোলদাশেরবাগ পর্যন্ত ৫ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন