ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত-১
আজকের সংবাদ ডেক্সঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় রাস্তা পারাপারের সময় মোঃ আলী(৭০)নামের এক বৃদ্ধা বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে। নিহত মোঃআলী সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার মৃত আমজাদ আলী গাজীর ছেলে।
শনিবার(১২জুন)বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন,কাচঁপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকাগামী সড়কে রাস্তা পারাপার হতে গিয়ে আনুমানিক বিকেল ৫ টা ৫০ মিনিটে মোঃ আলী নামের এক বৃদ্ধ ঢাকা মেট্রো-জ ১৪৭১ বাসের ধাক্কায় গুরুতর আহত হয়।
এসময় আহত বৃদ্ধকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন