মাহমুদা আক্তার ফেন্সির নিজেস্ব অর্থায়নে সোনারগাঁয়ে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ
আজকের সংবাদ ডেক্সঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথ ভাবে পালন ও জনসাধারণকে সচেতন করতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শেখেরহাট এলাকায় মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সির নিজ অর্থায়নে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়।
রোববার (২৭ জুন) উপজেলার জামপুর ইউনিয়নের শেখেরহাট মসুরাকান্দা এলাকায় মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সির নিজে উপস্থিত থেকে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার ও ন্যাপকিন বিতরণ করেন।
এর আগে তিনি উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার নিজেস্ব অর্থায়নে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার ও ন্যাপকিন বিতরণ করেন।
এসময় মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি বলেন,করোনার সংক্রামণ বাড়ায় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এ সহযোগীতার হাত বাড়িয়েছি।তিনি বলেন,করোনা সংক্রামণ এড়াতে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান।
এ সময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের মহিলা মেম্বার নিলুফা আক্তার,জরিনা আক্তার, বকুল হোসেনসহ আরোও অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন