মুজিব শতবর্ষ উপলক্ষে হামীম শিকদার শিপলু'র উদ্যোগে বৃক্ষ রোপন
আজকের সংবাদ ডেক্সঃ মুজিব শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার(১৩ই জুন)সকালে জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় জামপুর ইউনিয়নের বিভিন্ন স্কুলে বৃক্ষরোপণ করা হয়, এসকল বৃক্ষরোপণের মধ্যে ছিলো ফলজ গাছ যেমন আম,জাম,কাঠাল,পিয়ারা।
এসময় চেয়ারম্যান হামীম শিকদার শিপলু বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আনা হয়েছে।প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, গাছের সবচেয়ে বড় গুণ হলো আমরা জীবিত থাকার জন্য যে অক্সিজেন গ্রহণ করি তা আমরা আমাদের চারপাশের গাছপালা থেকে নিয়ে থাকি। তাই আমরা সবাই বেশি বেশি গাছ লাগাবো। সবুজ প্রাকৃতিক বান্ধব সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো গাছ লাগান,পরিবেশ বাঁচান, জীবন বাঁচান।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন, জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুজ্জামান বদু,ইউপি সদস্য গ্যালমান ভুইয়া, ইউনিয়ন পরিষদের সচিব মো.বদিউজ্জামান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য নিলুফা আক্তার ময়না,জরিনা আক্তার,জমিলা আক্তার,ইউ ডি,সি হৃদয় ভুইয়া প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন