সোনারগাঁয়ে আগামীকাল সকালে থেকে ২৪ ঘন্টা গ্যাস থাকবে না
সোনারগাঁ সংবাদদাতা: আগামীকাল সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রোববার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য কিছু এলাকায় সোমবার (আগামীকাল) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এরমধ্যে উল্লেখযোগ্য হলো- নারায়ণগঞ্জের মেঘনাঘাট, সোনারগাঁও, পিরোজপুর, আষাড়িয়াচর, মোগড়াপাড়া, ঝাউচর, লাঙ্গলবন্দ, কেওডালাসহ সোনারগাঁওয়ের পিজিএস লাইন।
উল্লেখিত এলাকাগুলোর পাশাপাশি আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম পাওয়া যাবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন