সোনারগাঁ উপজেলা পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( উন্নয়ন) মেজবাহ উদ্দিন সোনারগাঁ উপজেলা ও উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার(২৪জুন)দুপুর ১২টায় উপজেলা পরিষদে উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে উপজেলার উন্নয়নমুলক কাজ নিয়ে মতবিনিময় সভা করেন।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( উন্নয়ন)মেজবাহ উদ্দিন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার আতিকুল।
পরবর্তীতে তিনি উপজেলার বিভিন্ন সড়ক উন্নয়ন,এতিম খানা ও মাদ্রাসা,বিভিন্ন বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেন। এসময় তিনি কাজের মান আরো ত্রুটিমুক্ত করে মান বজায় রেখে সিডিউল মোতাবেক কাজ করার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোখলেসুর রহমার সরকার,উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) গোলাম মুস্তফা মুন্না,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সিসহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন