বন্দরে নজরুল হত্যা মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ বন্দরে নজরুল ইসলাম হত্যা মামলার যাবৎ জীবন দন্ড সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি আমির মাঝি (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার(১৬ই জুন) বিকেল ৩টার দিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমির মাঝি নাসিক সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত বাবুল হোসেন মিয়ার ছেলে।
থানা সুত্রে জানা গেছে, দীর্ঘ দিন পলাতক থাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়েরসহ সঙ্গীয় র্ফোস বুধবার বিকালে ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ২০১১ইং সালে বন্দরে কলাগাছিয়া ইউপির মহনপুর এলাকার নজরুল ইসলাম হত্যা মামলার যাবৎ জীবন দন্ড সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি আমির মাঝিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামি আমির মাঝি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দক্ষিন কেরানীগঞ্জ এলাকায় আত্মগোপন করে রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন