মন্ত্রী গাজীর সঙ্গে নেতাকর্মীদের কুশল বিনিময়
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই ।
শুক্রবার ( ১১ জুন) সকালে রূপসী গাজী ভবনে তিনি সাক্ষাৎ করেন। এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এড. আনিছুর রহমান দিপু , রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা রূপগঞ্জের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে তিনি কুশল বিনিময় করেছেন। এসময় তিনি নেতাকর্মীদের খোঁজ খবর নেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন