কাচঁপুর হাইওয়ে থানার অধিনে আরও দুইটি পুলিশ ক্যাম্প উদ্বোধন
আজকের সংবাদ ডেক্সঃ-ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর হাইওয়ে থানার অধিনে আরও দুইটি পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার দূপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও ঢাকা সিলেট মহাসড়কের ভূলতা গাউছিয়া এলাকায় ক্যাম্প দুটি উদ্বোধন করা হয়।
নবাগত করেন ক্যাম্প দুটি উদ্বোধন করেন গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার আলী আহম্মেদ খাঁন।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের সার্বিক ব্যবস্থাপণায় এসময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার অমৃত সূত্রধর,টিআই মেহেদী হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
উল্লেখ্য যে কাচঁপুর হাইওয়ে থানার আয়তায় নতুন করে আরও ২৯ কিলোমিটার সড়ক বৃদ্ধি পাওয়ায় এই ক্যাম্প দুইটির উদ্বোধন করা হয়। এই ব্যস্ততম মহাসড়কের যানজট নিরসনে ক্যাম্প দুইটি উপকারী ভূমিকা পালন করবে বলে জানায় কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন