ক্যানটাকি কারখানার দুষিত পানিতে এলাকাবাসী অতিষ্ঠ, ভ্রাম্যমান আদালতের জরিমানা
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া উপজেলায় অবস্থিত ক্যানটাকি কারখানা তারই দুষিত পানি বন্ধের দাবিতে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বুধবার(১৬জুন) দুপুরে ক্যানটাকি কারখানার সামনে এবিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এখবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ক্যানটাকি কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) জামাল উদ্দিন ও মহাব্যবস্থাপক মিজানুর রহমানকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম জানান, উপজেলার ছোট শিলমান্দি এলাকার ক্যানটাকী নামের একটি ড্রাইং কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানার দুষিত বর্জ্যমিশ্রিত পানি স্থানীয় মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের জমি ও পার্শ্ববর্তী খালে নিষ্কাশন করে এলাকার পরিবেশ দুষন করে আসছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন