ভোলাবকে কলঙ্কমুক্ত করুন:দলীয় নেতাদেরকে পাপ্পা গাজী - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ১২ জুন, ২০২১

ভোলাবকে কলঙ্কমুক্ত করুন:দলীয় নেতাদেরকে পাপ্পা গাজী


ভোলাবকে কলঙ্কমুক্ত করুন:দলীয় নেতাদেরকে পাপ্পা গাজী



মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ,তরুণ শিল্প উদ্যোক্তা ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনাদের কাছে দাবি একটাই ভোলাবর মাটিকে কলঙ্কমুক্ত করুন। সারা রূপগঞ্জ একদিকে আর ভোলাব হচ্ছে আরেকদিকে । যদি ভালো কিছু চাও আগে নিজের আত্ম পর্যালোচনা করো।

তিনি বলেন, কমিটি দেওয়ার মালিক আমি নই। আমাদের থানা নেতৃবৃন্দ আছে জেলা নেতৃবৃন্দ আছে তারা করবেন কমিটি। উনাদেরকে আমি বিনীতভাবে অনুবোধ জানাবো নির্বাচনের আগে এখানে একটি শক্তিশালী কমিটি গঠন করে দিতে। অনেকেই আমার কাছে দাবি করেছে প্রার্থী ঘোষণা করতে, আসলে প্রার্থী ঘোষণা করার মালিক আমি না। আমি হচ্ছে মাঠের একজন কর্মী। নৌকা আসবে আমি নৌকার জন্য রাস্তায় ,বাড়িতে ভোট চাইবো। নৌকার জন্য আমি ভোট ভিক্ষা চাইবো এটা আমার দায়িত্ব। এই দলের নমিনেশন দেওয়ার জন্য থানা ও জেলা আওয়ামী লীগ আছে, আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ আছে । তৃণমূলের মতামতের ভিত্তিতে বাছাই করে যার জনপ্রিয়তা বেশি তাকে নৌকা দেবে।

শনিবার ( ১২ জুন) ভোলাবতে গণবাংলা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাপ্পা বলেন, প্রার্থী আমরা যে কেউ হতে পারি। ভোলাব একটি সুন্দর ইউনিয়ন। এখানে জাতীয় নির্বাচনের ভোটের প্রভাব এক আর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রভাব আরেক। চেয়ারম্যান নির্বাচনের আগের দিন অনেকের ফোন বন্ধ থাকে। তখন অবাক হয়ে যাই। আমরা যদি আমাদেরকে সংশোধন করতে না পারি তাহলে আমরা কলঙ্কমুক্ত হতে পারবো না। যেটা রূপগঞ্জের কোথায়ও হয় না শুধু ভোলাবতে হয়। নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। আমি আপনাদের সমস্যার কথা আমার দলের নীতি নির্ধারকদের কাছে বলবো , তারা একজনকে মনোনয়ন দিয়ে দিক আগে থেকেই সে মাঠ গুছিয়ে নিক। আমি কারো গীবত করতে আসি নাই। ভোলাবোর নেতাদের শপথ নিতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি নৌকার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে ভোট চাইতে যাবো। যতক্ষণ পর্যন্ত নৌকার বিজয় নিশ্চিত না হবে ততক্ষণ আমি ভোলাবর মাটি ছাড়বো না। আমরা কোনো ব্যক্তির রাজনীতি করবো না। আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা। আমাদের আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নৌকা আমাদের মার্কা। আমি আপনাদের কথা দিচ্ছি আমার সাথে দলের যে সকল নীতি নির্ধারকদের কথা হয় তাদেরকে আপনাদের সমস্যার কথা জানাবো। রাস্তায় গর্ত চেয়ারম্যান সাহেবের কোনো খবর নাই। আগামীতে সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে আসতে বঙ্গবন্ধুর ছবি দেখে আমার সব ক্ষুদা মিটে গেছে । ২০০৮ সালের আগে গণ বাংলা স্কুলের একটা ছবি লাগাবেন আর ২০০৮ সালের পরের একটা ছবি লাগাবেন দেখবেন স্কুলের বর্তমান অবস্থান কেমন। এই স্কুলের উন্নয়নে অনেক পরিশ্রম আছে। যা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক করেছেন। একই দিনে মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরি সদস্য এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, অধ্যক্ষ নজিবুর রহমান, নবাব আশকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান, আওয়ামী লীগ নেতা মতি আকন্দ, হাসান আশকারী, আবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল , দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মো: মুন্না খাঁন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাছুম সহ অনেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭