লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রসাশন কঠোর অবস্থানে
আজকের সংবাদ ডেক্সঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ও সরকারের সর্বাত্বক লকডাউন বাস্তবায়নে লকডাউনের প্রথম দিনেই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রসাশন কঠোর অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার(২২শে জুন)সকালে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নেয় উপজেলা প্রসাশন।
এসময় সোনারগাঁবাসীকে করোনা মহামারী থেকে রক্ষায় করতে দিনরাত ক্লান্তিহীন নিঃস্বার্থ শ্রম দিয়ে কাজ করতে দেখা যায় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামকে।
একদিকে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ওপর দিকে সহকারী কমিশনার(ভুমি)গোলাম মুস্তাফা মুন্না সর্ব সাধারণের জানের নিরাপত্তা বিধানে সরকার ঘোষিত প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে বৃষ্টি উপেক্ষা করে পুলিশের সাথে উপস্থিত থেকে মানুষের কল্যাণে কাজ করছেন।
সরকারের সর্বাত্বক লকডাউন বাস্তবায়নে সোনারগাঁয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন।
এসময় লকডাউন অমান্য করায় বিভিন্ন দোকানদার ও গাড়ী চালাকদের আটক করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন