রূপগঞ্জে অস্ত্র-মাদকসহ সন্ত্রাসী বাবু গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রাজিবের প্রধান সহযোগী নুরুল আমিন বাবুকে (২৪) মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা।
শনিবার (২৬ জুন)রাত সাড়ে ৯ টায় মুড়াপাড়া ইউনিয়নের ব্রামণগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজতে থাকা ৩৩৬ ক্যান বিয়ার, ২৮ বোতল ফেন্সিডিল, ৩টি রাম দা, ২ টি চাইনিজ কুড়াল, ২টি সুইজ গিয়ার, ১টি ছোরা ও ১টি চাকু উদ্ধার করা হয়। সে ব্রামনগাঁও এলাকার শফিউল্লার ছেলে।
রবিবার বিকালে র্যাব-১১ এর সহকারী পরিচালক ও এএসপি মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী নুরুল আমিন বাবু নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সহ এর আশপাশের এলাকায় বেশ কিছুদিন যাবত অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার এর পাশাপাশি মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী নুরুল আমিন বাবু নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সহ এর আশপাশের এলাকায় বেশ কিছুদিন যাবত অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার এর পাশাপাশি মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন