ফতুল্লায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মোঃ মোয়াশেল ভূঁইয়া:-ফতুল্লায় জোড়া খুন মামলার আসামি শহীদ হোসেনকে গ্রেফতার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নারায়ণগঞ্জ ।
শুক্রবার (১৮ জুন) পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এর নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাকিল হোসেন এবং এসআই মাজহারুল ইসলাম তথ্য প্রযুক্তির ব্যবহার আসামি শহীদকে মুন্সিগঞ্জ জেলার কোড়েরপাড় এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১ নং বাবুরাইলের খোকা মিয়ার ছেলে।
জানা গেছে গত ১৩ অক্টোবর ফতুল্লার খিল মার্কেট এলাকায় দুজন ব্যক্তি মিল্টন এবং পারভেজ কে রিকশার গ্যারেজ এর ভিতরে ২৫/৩০ জন আসামি কুপিয়ে হত্যা করে এবং আলামত নষ্ট করার জন্য রিকশার গ্যারেজে আগুন ধরিয়ে দেয়।
মামলাটি প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক তদন্তধীন অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশক্রমে মামলাটি পিবিআই নারায়ণগঞ্জ জেলায় তদন্তধীন রয়েছে। এই মামলায় মাহবুব নামের একজন আসামী ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন