অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুতে মন্ত্রী গাজীর শোক, কারখানা পরিদর্শন
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকান্ডে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
শুক্রবার ( ৯ জুলাই) এক শোক বার্তায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক , নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নিহত এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রী সংশ্লিষ্ঠ সবাইকে অনুরোধ জানান।
শুক্রবার বিকালে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ( সেজান জুস নামে পরিচিত ) ফ্যাক্টরি পরিদর্শন করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি ,আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত বৃহস্পতিবার ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার পর কারখানাটিতে আগুন লাগে। আগুনে ৫০ এর অধিক লোক মারা গেছে। আহত হয়েছে ৫০ এর অধিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন