সোনারগাঁয়ে একাধিক মামলার আসামি ডাকাত মকবুল গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ সোনারগাঁয়ে ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামি ডাকাত মকবুল হোসেন(২৭)কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার(১৪জুলাই) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার নিউটাউন এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত মকবুল হোসেন আষারিয়ার চর এলাকার ফজর আলীর ছেলে।
এএসআই (নিঃ)মোঃ এজাজুল হক জানান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান স্যার এর নির্দেশে আমিসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ভিত্তিতে ডাকাত সর্দার মোঃ মকবুল হোসেনকে পিরোজপুর ইউনিয়নের নিউটাউন এলাকা থেকে আটক করা হয়।সে এলাকার একজন চিহ্নিত ডাকাত সে দীর্ঘদিন যাবত সোনারগাঁথানা এলাকাসহ আশেপাশে ডাকাতিসহ ছিনতাই করে বলে জানা যায়।পুলিশের গ্রেফতারের ভয়ে সে দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল।
উল্লেখ্য গত ১১জানুয়ারী টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার দীঘা কাতলী গ্রামের মোঃ শামীম মিয়া, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরীতে যোগদানের জন্য জাহিদ ১২জানুয়ারী খাগড়াছড়ি সেনানিবাসে যোগদানের তারিখ ছিল,তারই প্রেক্ষিতে টাঙ্গাইল জেলা হইতে সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগপ্রাপ্ত আরো ৬ জনসহ শামীম,শাহীন, জাহিদ তিন ভাই একটি মাইক্রোবাস যোগে টাংগাইল হইতে খাগড়াছড়ি উদ্দেশ্যে রওনা দিলে গত ১১জানুয়ারী রাতে সোনারগাঁ থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের চর চেংগাকান্দি স্থানের এইচ,কে,জি ষ্ট্রীল মিলের সামনে পৌঁছালে গাড়ীটি যানজটে আটকা পড়ে। এসময় যানজটে আটকা পড়া তাদের মাইক্রোবাসটিতে ডাকাতদল দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে আক্রমন করে।
এসময় ভিকটিম মোঃ শাহিন মিয়া বাঁধা দিলে ডাকাত দল তাহাকে ধারালো ছুরি দ্বারা এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করলে স্থানীয় লোকজনের সহায়তায় মাইক্রোবাসে থাকা অন্যান্যরা শাহীনকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাহাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জনান,আসামীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতি,ছিনতাই,চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে,গ্রেফতার পূবক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন