উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২২ জুলাই) রাত রাত সাড়ে ৯ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আগামীকাল শুক্রবার বাদ জুমআ মোগড়াপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাছুম, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম অনিক,সাংগঠনিক সম্পাদক মোঃ নুর নবী জনি সহ পুরো পরিবার শোক প্রকাশ করেছেন।
রিপোর্টার্স ক্লাবের প্রেসিডেন্ট আব্দুস সাত্তার জানান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে সাংবাদিকসহ সোনারগাঁওয়ের সর্বমহলে শোকের ছায়া বইছে। আমরা একজন অভিভাবককে হারালাম। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ তাদের কে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন