লকডাউন অমান্য করায় ৯ দোকানীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
আজকের সংবাদ ডেক্সঃ সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধি নিষেধ অমান্য করায় সোনারগাঁয়ে ৯ দোকানীকে তেইশ হাজার পাঁচশত টাকা জরিমানা সেই সাথে একটি কাপড়ের দোকানকে সিলগালা করেছে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃগোলাম মুস্তাফা মুন্না।
বুধবার(৭ই জুলাই) বিকেলে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল ও কাঁচপুর এলাকায় লকডাউন পরিদর্শন করতে গিয়ে দোকানিকে জরিমানা ও একটি দোকান সিলগালা করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ গোলাম মুস্তাফা মুন্না জানান,সরকারের দেয়া কঠোর লকডাউন বাস্তবায়ন করতে প্রতিদিনই উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে করোনা ভয়াবহতা সর্স্পকে ও লকডাউনে কেউ যাতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসে সেজন্য জনগণকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। এরপর কেউ সরকারের বিধি নিষেধ অমান্য করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়।
এ কার্যক্রম সরকার ঘোষিত লকডাউন পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন