উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে কালামের শোক প্রকাশ
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার (২২শে জুলাই) রাত ৯টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫, তিনি মৃত্যুকালে স্ত্রী,১পুত্র,পুত্রবধূ ও নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার বাদ জুমআ মোগড়াপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন মাঠে অনুষ্ঠিত হবে।
এছারাও তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন