যুগান্তরের সাংবাদিক এমএম সালাহউদ্দিনের মামার ইন্তেকাল
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-নারায়ণগঞ্জের বিশিষ্ট কবি ও সাহিত্যিক মো. রহমান মুজিবের বড় ভাই এবং যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এমএম সালাহউদ্দিনের মামা মো. আতাউর রহমান (৬৫) রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
স্ট্রোকে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ধরে তিনি রাজধানীর ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ এশা সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী পাঁচপীর দরগাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ভাগলপুর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
হাসপাতাল থেকে বিকালে তার লাশ প্রথমে নিজ গ্রাম মল্লিকেরপাড়া নেওয়া হয়।পরে জানাজা ও দাফনের জন্য মরহুমের লাশ ভাগলপুর গ্রামে নেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন