রূপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-রূপগঞ্জে জোসনা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুলাই) রাতে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ রাত ১০টার দিকে সেই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জোসনা বেগম উপজেলার দক্ষিণ মাসাবো এলাকার মালয়েশিয়া প্রবাসী ইউছুফ মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী।
নিহতের ভাই মোহন জানান, তার বোনের সঙ্গে প্রায় ৭ বছর পূর্বে ইউসুফের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ইসরাত (৬) ও আব্দুর রহমান (৩) নামে দুটি সন্তান রয়েছে। তারা উভয় পরিবার নোয়াখালী অঞ্চলের হলেও ইউসুফ ও তার ভাই ফারুক দক্ষিণ মাসাবো এলাকায় এসে বাড়ি করে। ইউসুফ মালয়েশিয়া চলে গেলে জোসনার শ্বাশুড়ি ও ভাসুর ফারুক তাকে বিভিন্ন সময় জ্বালাতন করত। শুক্রবার রাতে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী ইউসুফ জোসনার সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করলে অভিমানে সে আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মারুক অর্ণ জানান, পরিবারের দাবি তার প্রবাসী স্বামীর সাথে রাগ-অভিমান করে জোসনা আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন