সোনারগাঁয়ে নমুনা সংগ্রহের ৮০% মানুষের দেহে করোনা সনাক্ত
আজকের সংবাদ ডেক্সঃ-সোনারগাঁয়ে নতুন করে একদিনে আরো ১২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
মঙ্গলবার(৬জুলাই)সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। যা নমুনা সংগ্রহের তুলনায় সনাক্তের হার ৮০ শতাংশ।
তিনি জানান, সোমবার সকালে পাওয়া তথ্যনুযায়ী ১৫ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে ১২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এরমধ্যে ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- টিপরদি, আমিনপুর। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- নুনেরটেক, বারদি। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- বাড়িমজলিশ, মোগরাপাড়া। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- মল্লিকপাড়া, আমিনপুর। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- খালপার, চেংগাইন। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- খালপার, চেংগাইন। ২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- হাবিবপুর, মোগরাপাড়া। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- মেঘনা টোল প্লাজা, পিরোজপুর। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- কুতুবপুর, কাঁচপুর। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- কাঁচপুর, কাঁচপুর। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- কুতুবপুর, কাঁচপুর। নিম্মে উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য দেয়া: সর্বশেষ প্রাপ্ত ১৫ জনের ফলাফল অনুযায়ী ১২ জন COVID-19 পজিটিভ ও ৩ জন নেগেটিভ এসেছে। পজিটিভের তথ্য : – ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- টিপরদি, আমিনপুর। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- নুনেরটেক, বারদি। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- বাড়িমজলিশ, মোগরাপাড়া। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- মল্লিকপাড়া, আমিনপুর। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- খালপার, চেংগাইন। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- খালপার, চেংগাইন। ২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- হাবিবপুর, মোগরাপাড়া। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- মেঘনা টোল প্লাজা, পিরোজপুর। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- কুতুবপুর, কাঁচপুর। ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- কাঁচপুর, কাঁচপুর। ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- কুতুবপুর, কাঁচপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন