সোনারগাঁওয়ের সাদিপুরে পানিবন্ধী মানুষের সমস্যা সমাধানে এমপি খোকা
আজকের সংবাদ ডেক্সঃ সোনারগাঁওয়ের সাদিপুরে বরগাঁও বেড়িবাঁধ এলাকায় পানিবন্ধী মানুষের সমস্যা সমাধানে তাদের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
শনিবার (১০ জুলাই) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের সাদিপুরে বরগাঁও বেড়িবাঁধ এলাকায় ৫ শতাধিক পানিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও উপহার বিতরণ করেন।
এসময় এমপি লিয়াকত হোসেন খোকা পানিবন্ধী মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাতক্ষনিক ভাবে সেখানে উপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে নির্দেশ দেন। এছাড়া পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসেম, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সেক্রেটারি হাসান ইমাম, আমরা করোনা যোদ্ধা স্বেচ্ছাসেবী সার্বিক সহযোগিতা মোঃনুর নবী জনি, কামরুজ্জামান রানা, মো. ইমরানসহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন