রূপগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় শিক্ষক গ্রেফতার
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩২) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ জুলাই) সকালে এ ঘটনায় স্কুল ছাত্রী নিজে বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাহিনা এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিক্ষক সুমন মিয়া বগুরা জেলার গাবতলী থানার নিজগ্রাম এলাকার আজাহার ফকিরের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক গোলজার হোসেন জানান, রূপসী কাহিনা এলাকার দশম শ্রেণীর ওই শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতো শিক্ষক সুমন মিয়া। প্রাইভেট পড়ানোর মাধ্যমে তাদের দুই জনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চলতি বছরের গত ২ জানুয়ারী সকালে ছাত্রীর মা, বাবা ও বোন গাউছিয়া মার্কেটে কেনাকাটা করতে যায়। সেই সুযোগে বাড়িতে ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন