বিএনপি নেতা হেফাজতের হরতালে সহিংসতার মামলায় গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে করা মামলায় বিএনপি নেতা আফজাল হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার(৩০শে জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
র্যাব-১১'র লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,গ্রেফতারকৃত আসামি গত ২৮শে মার্চ হেফাজতে ইসলামের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে দুষ্কৃতিকারীরা সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক,সানারপাড়, শিমরাইল ও চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা,গাড়ি ভাঙচুর,নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে সরকারি কাজে বাঁধা সৃষ্টি করে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন