রূপগঞ্জ ট্র্যাজেডি: হাসেমসহ ৬ কারাগারে, ২ ছেলের জামিন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১৪ জুলাই, ২০২১

রূপগঞ্জ ট্র্যাজেডি: হাসেমসহ ৬ কারাগারে, ২ ছেলের জামিন


রূপগঞ্জ ট্র্যাজেডি: হাসেমসহ ৬ কারাগারে, ২ ছেলের জামিন


মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকান্ডে অর্ধশতাধিক মানুষের হতাহতের ঘটনায় গ্রেফতার ৬ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত৷ বাকি দুই আসামি জামিন পেয়েছেন৷ বুধবার (১৪ জুলাই) বিকেল ৫টায় শুনানি শেষে জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান৷

তিনি জানান, চারদিনের রিমান্ডশেষে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে পাঠায় পুলিশ৷ আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন৷ আদালত শুনানি শেষে দুইজনের জামিন মঞ্জুর করেন৷ বাকি ছয় আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত৷

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন: তাওসিব ইব্রাহিম (৩৩) ও তানজিম ইব্রাহিম (২১)৷ এছাড়া সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম (৭০), তার দুই ছেলে হাসিব বিন হাশেম (৩৯), তারেক ইব্রাহিম (৩৫), সজীব গ্রুপের সিইও শাহান শাহ্ আজাদ (৪৩), হাশেম ফুডস লিমিটেডের ডিজিএম মামুনুর রশিদ (৫৪) এবং সিভিল ইঞ্জিনিয়ার কাম এডমিন মো. সালাহউদ্দিনকে (৩০) কারাগারে প্রেরণ করা হয়েছে৷ জামিনপ্রাপ্ত দুই আসামিও হাসেম গ্রুপের চেয়ারম্যানের ছেলে৷

গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারখানার ছয়তলার একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান কারখানার ৫২ জন শ্রমিক-কর্মচারী। ঘটনার পরদিন রাতে এই ঘটনায় রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানা দায়ের করা ওই মামলায় আসামি করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আটজনকে৷ গ্রেফতারের পর তাদের চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭