বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
আজকের সংবাদ ডেক্সঃ নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত ২৩শে জুলাই প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়
প্রেরিত এ বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমে রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন,সহকর্মী,গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য বৃহস্পতিবার (২২শে জুলাই) রাত সাড়ে ৯টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতলে মোশাররফ হোসেনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র ও পুত্রবধূ নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক শােক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সােনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান মােশারফ হােসেন-এর মৃত্যুতে গভীর শােক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুম মােশারফ হােসেনের আত্মার মাগফিরাত কামনা এবং তার শােকসন্তপ্ত পরিবার,পরিজন,সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন