রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার।
এছারাও তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা কমান্ট কাউন্সিলের সকল মুক্তিযোদ্ধারা,উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটিসহ আওয়ামী লীগ,জাতীয় পার্টি,বিএনপি আরোও অন্যান্য সংগঠন তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শুক্রবার বাদ জুম্মা মোগরাপাড়া এইচ,জি,জি,এস সৃতি বিদ্যায়তন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। পরে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন