শফিকুল ইসলাম স্যারের মৃত্যুতে রিপোর্টার্স ক্লাবের শোক - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৯ জুলাই, ২০২১

শফিকুল ইসলাম স্যারের মৃত্যুতে রিপোর্টার্স ক্লাবের শোক


শফিকুল ইসলাম স্যারের মৃত্যুতে রিপোর্টার্স ক্লাবের শোক


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মােগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারী বিদ্যায়তনের শিক্ষক মােহাম্মদ শফিকুল ইসলাম শফিক স্যারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (৯ জুলাই) রাত ১.৪৫ ঘটিকায় গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সিএইমএচ হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের প্রেসিডেন্ট আব্দুস সাত্তার প্রধান জানান, স্যারের মৃত্যুতে সাংবাদিকসহ সোনারগাঁওয়ের মহলে শোকের ছায়া বইছে। আমরা একজন শিক্ষাগুরু ও অভিভাবককে হারালাম। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ তাদের কে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুক।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বাদ জুম্মা মােগরাপাড়া স্কুল মাঠে স্যারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, শফিকুল ইসলাম ১৯৯০ সালের দিকে হিসাব বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে মােগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারী বিদ্যায়তনে যােগদান করেছিলেন৷ তিনি মৃত্যুর আগে মােগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারী বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে তিনি বিভিন্ন রােগে ভােগছিলেন। সর্বশেষ জুনের মাঝামাঝি সময় তিনি অসুস্থ হয়ে পরলে তাকে ঢাকার সিএইমএচ হাসপাতালে ভর্তি করা হয়।

এরআগে গত ৩০ জুন চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলামের রক্তের প্লাটিলেটস স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়ায় প্রচুর রক্তের প্রয়ােজন হয়। মুলত সেদিন থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭