বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ
আজকের সংবাদ ডেক্সঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিনহা ওপেক্স গ্রুপের শ্রমিকরা।
বৃহস্পতিবার(৮ই জুলাই)সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ৪মাসের বকেয়া বেতনের দাবিতে প্রায় ৪ ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শতশত শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে।
এসময় শ্রমিকরা জানায়,গত রোজার ঈদেও একইভাবে তিন মাসের বেতন বকেয়া রেখেছিলো।এবারও প্রায় ৪মাস যাবত বেতন বকেয়া রেখে শ্রমিকদের দিয়ে জোরপূর্বক কাজ করাচ্ছে।যতোক্ষন পর্যন্ত তাদের বকেয়া বেতন পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত মহাসড়কে অবরোধ চলবে বলে জানান তারা।
এ বিষয়ে কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, সকালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করে।পরবর্তীতে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন